ছবিঃ শান্তিগঞ্জে অগিকান্ডে ধ্বংসাবশেষ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি পরিবার সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং একটি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথা গোঁজার ঠাঁইসহ সবকিছু হারিয়ে মানবেতর দিন পার করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।


রবিবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী নিশ্চিত করেছেন।


ক্ষতিগ্রস্তদের ধারণা, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়দের আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—পাইকাপন ফুলবাড়ির দুলাল মিয়া, নাহেন মিয়া, কাহেন মিয়া, তুকাজ মিয়া ও সাইমুদ্দিন। আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।


দুলাল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নাহেন মিয়া। তিনি বলেন, ‘আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত দুলালের ঘর থেকে আমাদের আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। নিমিষেই আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই অবশিষ্ট নেই।’


ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া বলেন, ‘আগুন আমাদের সবকিছু পুড়িয়ে দিয়েছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বৈশাখ মাসে কষ্ট করে তোলা ধানও পুড়ে গেছে। আসবাবপত্র, পরিধেয় কাপড়, নগদ অর্থ, বাড়ির দলিলপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ সব নথি ভস্মীভূত হয়েছে। সব হারিয়ে এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছি। সহযোগিতা না পেলে বেঁচে থাকাই কষ্টকর হয়ে যাবে।’


শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাঠাতে আমরা উদ্যোগ নিচ্ছি।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন