চোর সন্দেহে গাছে ঝুলিয়ে প্রতিবন্ধী যুবককে মারধর
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ মে, ২০২৫ ৩:২২ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে স্থানীয় একটি মাদ্রাসায় যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ বখাটে যুবকের বিরূদ্ধে। উত্তোক্তের শিকার দুই ছাত্রী বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থী।
এমনকি উত্তক্তের ঘটনা জানার পর প্রতিবাদ করতে গেলে বখাটেদের হামলায় গুরুতর আহত হন এক ভুক্তভোগীর চাচা। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গত ২৮ এপ্রিল উপজেলার বালিজুরী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৫যুবকের বিরূদ্ধে গত ২৯ এপ্রিল তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত ও ভুক্তভোগীর চাচা।
অভিযুক্তরা হলেন, উপজেলার বালিজুরী ইউনিয়নের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), মুজিবুর রহমানের ছেলে হিমেল (২২), আলমগীরের ছেলে মারুফ মিয়া(২১), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২) ও হাবিব মিয়ার ছেলে রকি (২৩)। তারা সবাই বালিজুরী গ্রামের নয়া হাটি এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার দিন মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীর পথ আগলে দাঁড়ায় বখাটেরা। এবং অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্তোক্ত করতে থাকে। খবর পেয়ে ছাত্রীর চাচা ঘটনাস্থলে এগিয়ে গেলে বখাটেদের হামলায় তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন।
লিখিত অভিযোগ বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশ না করা শর্তে এ সিলেট ভয়েসকে অভিযোগকারী বলেন, মেয়ে দুইটা বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন পার করছে। মাদ্রাসায় যেতেও ভয় পাচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি আমরা, ঘটনার সত্যতায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।