সিলেট নগরের কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।


বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানিয়েছেন বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত ও গাছের ডালপালা কাটার কাজ করতেই এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।


তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।


তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। সাময়িক এ অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ৯ ঘন্টা, বিদ্যুৎ, সরবরাহ, বন্ধ