জকিগঞ্জে টমটমের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৫ ৯:০৩ অপরাহ্ন
সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলমের আশ্বাসে সিলেট-ঢাকা মহাসড়ক দ্রুত সংস্কারসহ সিলেটের সঙ্গে বৈষম্য নিরসনে সাত দফা দাবিতে তিনদিন ধরে অনশনে থাকা যুবক আব্দুল্লাহ মামুন সুজন অনশন ভেঙেছেন।
শনিবার (১১ অক্টোবর) রাত ৮ টা ৫০ মিনিটের দিকে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধের সময় ডিসি মো. সারওয়ার আলম তাঁর সকল দাবি আগামী সাত দিনের মধ্যে নিজ অবস্থান থেকে পূরণ করার আশ্বাস দিয়ে পানি ও জুস পান করিয়ে যুবক আব্দুল্লাহ মামুন সুজনের অনশন ভাঙান।
ডিসি মো. সারওয়ার আলম বলেন, সুজন যে সাতটি দাবি জানিয়েছেন, এই দাবিগুলো শুধু তার একার নয়, আমাদের সিলেটবাসীর সবার দাবি। আমি এই শহরে যোগদান করেছি দেড় মাস হলো। এসেই আমি এসব বিষয় এড্রেস করার চেষ্টা করেছি।
প্রথম যে দাবিটি রয়েছে, তা হলো ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ সম্পন্ন করা। আপনারা সবাই জানেন, এই ছয় লেনের কাজ দেরিতে হওয়ায় এ অঞ্চলের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন ঢাকা থেকে সিলেট আসতে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। এ প্রকল্পে কয়েকটি জেলা অন্তর্ভুক্ত থাকায় মূল সমস্যাটি ছিল জমি অধিগ্রহণ। তবে এটি এখন প্রায় সম্পন্ন হয়ে গেছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে সিলেট অংশের কাজ শুরু হবে।
দ্বিতীয়ত, সিলেট–ঢাকা রেলপথে ডাবল লাইন নির্মাণ ও ট্রেন বাড়ানোর দাবি জানানো হয়েছে। আপনারা জানেন, এই রেললাইনগুলো ব্রিটিশ আমলে নির্মিত। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যেহেতু সড়কের অবস্থা খারাপ, তাই লোকজন এখন বেশি ট্রেনে যাতায়াত করছেন। ফলে ১৫ দিন আগে কিছু বগি বাড়ানো হয়েছে। প্রয়োজনে আরও ট্রেন বাড়ানো হবে। আমি মনে করি, একটি বড় প্রকল্প গ্রহণ করে রেললাইনগুলো আধুনিকায়ন করা দরকার।
তিনি আরও বলেন, আরেকটি বিষয় হলো ট্রেনের টিকিট কালোবাজারি। কয়েক দিন আগে কিছু ব্যক্তিকে জরিমানা ও জেল দেওয়া হয়েছে। আমার ধারণা, এ ধরনের অনিয়মে দপ্তরের কিছু ব্যক্তি জড়িত থাকতে পারেন। আমি ইতিমধ্যে স্পষ্টভাবে বলেছি—সিলেট অঞ্চলে যদি কেউ টিকিট কালোবাজারিতে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের উন্নয়নে বিশেষ বাজেটের দাবি প্রসঙ্গে বলেন, আপনারা জানেন বাজেটগুলো ডিসেম্বর-জানুয়ারির দিকে চূড়ান্ত হয়। আমরা ইতিমধ্যে কথা বলে রেখেছি যাতে সিলেটের জন্য একটি বিশেষ বাজেট রাখা হয়।
সিলেটের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। শুধু মহাসড়ক নয়, অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। আমি মনে করি, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। ইতিমধ্যে সড়ক বিভাগের সঙ্গে কথা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কিছু সরকারি বরাদ্দ প্রক্রিয়াধীন আছে। তবে বর্তমানে বৃষ্টির কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। শহরের রাস্তাগুলোও খুব খারাপ অবস্থায় আছে। এর পাইলিং কাজ অক্টোবর মাসের শেষের দিকে শুরু হবে বলে আশা করছি।
সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করা হয়েছে, আপনারা জানেন আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ৮০ একর জমি ভিসির হাতে হস্তান্তর করেছি। একইভাবে আমি মনে করি, এখানে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। এ বিশ্ববিদ্যালয়ে যেন সিলেটের ছেলে-মেয়েরা ভর্তি হতে পারে, সে জন্য আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি।
বিমানের অভ্যন্তরীণ টিকিটের দাম কমানোর দাবি প্রসঙ্গে জানাতে চাই, আপনারা জানেন গত নয় মাস ধরে টিকিটের দাম বেড়ে চলেছে। তাই আমরা বিমান অফিসে বসে একটি সার্কুলার জারি করেছি এখন থেকে পাসপোর্ট ছাড়া কোনো টিকিট বুকিং করা যাবে না, এবং বুকিংয়ের তিন দিনের মধ্যে সেটি কনফার্ম করতে হবে। এখানে একটি সিন্ডিকেট সক্রিয় আছে, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
সিলেট, অনশন, আব্দুল্লাহ মামুন সুজন, মো. সারওয়ার আলম