সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থ প্রকাশিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৫ ৭:১৬ অপরাহ্ন
উইমেন ফর উইমেন রাইটস-এর সভাপতি সামিয়া বেগম চৌধুরী বলেছেন, ‘নারীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হলে নারীদেরকে প্রথম পদক্ষেপ নিতে হবে। নিজেদের ক্ষমতা ও যোগ্যতা বিকাশে মনোযোগ দিয়ে তারা নেতৃত্ব গ্রহণ করবে।’
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর দরগা গেইটের একটি অভিজাত হোটেলের হলরুমে উইমেন ফর উইমেন রাইটস আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামিয়া বেগম চৌধুরী আরও বলেন, ‘শিক্ষা, উদ্যোগ এবং আত্মবিশ্বাসের মাধ্যমে নারী নিজের অধিকার ও অবস্থান সুদৃঢ় করবে। অন্যদের সাহায্য এবং সমর্থন দিয়ে নারীরা সমাজের নানা ক্ষেত্রে পরিবর্তন আনতে পারবে। আত্মসম্মান এবং দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে সমাজে নারীর স্থান শক্তিশালী হবে, যা সামগ্রিক উন্নয়নের পথে নতুন দিশা সৃষ্টি করবে।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক পলি রহমান বলেন, ‘নারীরা সমাজে নিজেদের অবস্থান নিজেদেরই তৈরি করে নিতে হবে। তারা শিক্ষায় ও কর্মজীবনে এগিয়ে এসে উদাহরণ স্থাপন করতে পারে। নিজের আত্মবিশ্বাস ও সাহসিকতার মাধ্যমে তারা সমাজে পরিবর্তনের পথ খুলে দিতে পারে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্তিক কলেজের অধ্যক্ষ পিংকী চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, জাহানারা ইয়াসমিন, সৈয়দা নাঈমা খানম, আমাতা মাসুমা ও আসমা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার, শারমিন আক্তার, হাজেরা বেগম, কাজী আমাল রিতা প্রমুখ।
উইমেন ফর উইমেন রাইটস, সামিয়া বেগম চৌধুরী, নারী নেতৃত্ব, নারী অধিকার, সিলেট নারী উন্নয়ন, নারী সমাজ, পলি রহমান