জামালগঞ্জে বিএনপির উঠান বৈঠক: ধানের শীষের পক্ষে জনমত গঠনে নেতাদের আহ্বান
রাজনীতি
প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৫ ৮:৫১ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ সিলেট মহানগর। বুধবার (৩০ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, 'এই দেশের মানুষ ১৭ বছর ধরে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এখন সময় এসেছে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করার।'
তিনি আরও বলেন, 'সরকার বারবার সময়ক্ষেপণ করছে। যদি ডিসেম্বরের আগেই নির্বাচন না দেওয়া হয়, তাহলে অস্থিরতা আরও বাড়বে। আমরা চাই, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।'
কয়েস লোদী বলেন, 'শেখ হাসিনা সরকার যেমন দেশ চালাতে ব্যর্থ হয়েছে ঠিক তেমনি অন্তর্বর্তী সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যেই আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি সেই স্বাধীনতা এখন নেই।' এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার কথা বলেন তিনি।
জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহ্বায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ রাজন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, দেওয়ান জাকির, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু এবং কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।
জিয়া মঞ্চ সিলেট, জাতীয় নির্বাচন রোডম্যাপ, মানববন্ধন, মানববন্ধন, নির্বাচন দাবি, সিলেট