সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃঢ় বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে পরিচালিত করার পাশাপাশি ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের সমান অধিকারের বিষয়টি নিশ্চিত করেছিলেন।’

 

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তাঁর শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। আজকে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আনন্দঘন পরিবেশে আমরা দেখতে পাচ্ছি বাঙালি সংস্কৃতির অনন্য রূপ।’ 

 

বুধবার (১ অক্টোবর) দিনভর গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, উৎসব সবার। এই দর্শনকে ধারণ করেই বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। সেখানে কারো অধিকার খর্ব হবে না, বৈষম্যের দেয়াল ভেঙে সবাই মিলেমিশে কাজ করবে জাতির অগ্রগতির জন্য। আমরা বিশ্বাস করি—এই দেশ সব মানুষের, এখানে সকল ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের সমান মর্যাদা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।’

 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিলাল প্রমুখ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

অ্যাডভোকেট এমরান, সাম্প্রদায়িক সম্প্রীতি, সিলেট, রাজনীতি, বিএনপি