শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনে ডিসি সারওয়ারের অভিযান
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে বালুর নিচে করে কৌশলে সাদাপাথর পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার থানাবাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানকালে চেকপোস্টে ট্রাকটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। গাড়িতে বালু দেখে চালককে কাগজপত্র দেখাতে বলা হয়। এ সময় গাড়ি রেখে চালক কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে সন্দেহ হলে গাড়িটি তল্লাশি করে প্রায় এক হাত বালুর নিচে সাদাপাথর পাওয়া যায়। পরে পাথরসহ জব্দকৃত ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।
ট্রাক জব্দ, পুলিশ, সাদাপাথর, সিলেট