
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে সুনাম উদ্দিন (৩৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিরশ্রী ইউনিয়নের জামডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন বীর মুক্তিযোদ্ধা মৃত ছকিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সুনাম প্রতিদিনের মতো বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে যান। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
নিখোঁজ সুনামের বড় ভাই আজাদ উদ্দিন জানান, জুমার নামাজের পর থেকে আমরা চারপাশে খুঁজতে শুরু করি। কিন্তু রাত গভীর হয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমাদের কাছে এখনো কোন আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবে আমরা জেনেছি যে নিখোঁজ যুবক বিবাহিত এবং তিন সন্তানের জনক। তিনি মৃগী রোগে ভুগছিলেন। শনিবার দুপুর পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।’
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, জকিগঞ্জ, যুবক, নিখোঁজ, কুশিয়ারা


