শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ৭:২০ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হুমায়ুন কবীর চৌধুরী অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।
এ উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) কলেজের পাঁচতলা একাডেমিক ভবনের নিচতলায় বিভাগের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শাহ মো. জুলফাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'এমসি কলেজের ইতিহাসে যে কয়জন শিক্ষক ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে প্রফেসর হুমায়ুন কবীর অন্যতম। শিক্ষার্থীবান্ধব এই শিক্ষক অত্যন্ত নিষ্ঠার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন।'
প্রফেসর হুমায়ুন ছিলেন শিক্ষার্থীদের মধ্যমনি উল্লেখ করে প্রফেসর রিয়াজ বলেন, 'অত্যন্ত মেধাবী এই শিক্ষক বহুমাত্রিক গুণের অধিকারী একজন ভালো মানুষ। আশা করি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রফেসর হুমায়ুন কবীর হয়ে ভূমিকা রাখবেন।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. মাহমুদুল হাসান, বাংলা বিভাগের প্রধান প্রফেসর পান্না বসু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভাগের প্রধান ড. হাবিবুর রহমান খোকন, ইতিহাস বিভাগের প্রধান ড. মো. আমির হামজা মোল্লা প্রমুখ।
ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইউসুফ আল আজাদ ও খাদিজা আক্তার শশীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার্সের শিক্ষার্থী রাজিব হোসাইন। শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ মওদুদূর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বিভাগের সাবেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন রুবেল, সালেহ আহমদ, আব্দুল আওয়াল, বুলবুল আহমদ, সুহেল আহমদ, বর্তমান শিক্ষার্থী হোসাইন, আবু নাসের, তৈয়বুর রহমান আবির, এমসি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর, শিবিরের সভাপতি ইসমাঈল খান সৌরভ, বিভাগের আমজাদ হোসাইন, জামিউর রহমান, মেহেদি হাসান প্রমুখ।
এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অবসর, পিআরএল গমন, এমসি কলেজ,মো. হুমায়ুন কবীর চৌধুরী