ছবিঃ প্রথম কার্গো ফ্লাইটকে জলকামান স্যালুট দেওয়া হয়

ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইটের উদ্ধোধন করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া আটটার দিকে সরাসরি সিলেট থেকে ৬০টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে কার্গো বিমানটি উড়াল দিয়েছে। 


গালিস্টেয়ার এভিয়েশনের একটি চার্টার্ড এয়ারবাস এ ৩৩০-৩০০ ফ্রেইটার সিলেট থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। স্পেনের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের জন্য ফ্লাইটিতে প্রায় ৬০ টন তৈরি পোশাক পরিবহন করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 


ঐতিহাসিক এই মুহুর্তের মধ্য দিয়ে দেশের রপ্তানী বাণিজ্যের সাথে সিলেটের নাম যুক্ত হলো। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কার্গো ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 


বিশেষ অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরীন জাহান। সভাপ‌তিত্ব করেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ।


শেয়ার করুনঃ

ইতিহাস-ঐতিহ্য থেকে আরো পড়ুন

সিলেট, প্রথম কার্গো ফ্লাইট, ওসমানী বিমানবন্দর