শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। গবেষণা ও উদ্ভাবন খাতে এবার বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা, যা গত বছরের তুলনায় ৭৯ লাখ টাকা বেশি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এ বাজেট উপস্থাপন করেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে বেতন-ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১১১ কোটি ৯০ লাখ টাকা। বিশেষ সুবিধাসহ বেতন বাবদ সহায়তা ৭১ কোটি, পণ্য ও সেবাখাতে ৪৫ কোটি ৩৫ লাখ, পেনশন খাতে ১৫ কোটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২ কোটি ৫০ লাখ, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ ২০ কোটি এবং যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব বিবেচনায় এবারের বাজেটে এ খাতে আলাদা করে ১০ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষক গবেষণার জন্য বরাদ্দ রয়েছে ৮ কোটি ২০ লাখ, পিএইচডি গবেষণায় ১ কোটি ৫০ লাখ, মাস্টার্স প্রোগ্রামে ৫০ লাখ, শিক্ষাবৃত্তি বাবদ ৬৭ লাখ এবং উদ্ভাবনী কাজের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, 'গত বছরের তুলনায় এবারের বাজেট কিছুটা বেড়েছে। আমরা এই বাজেটের যথাযথ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মনোযোগী হবো। বিজ্ঞান ও প্রযুক্তিতে শাবিপ্রবিকে এগিয়ে নিতে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, 'বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও প্রশাসনিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।'

Single News Bottom

শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, সাস্ট, শাহজালাল বিশ্ববিদ‍্যালয়, বাজেট, সিলেট