দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম হিসেবে নতুন আঙ্গিকে, নবরূপে যাত্রা শুরু করেছে সিলেটের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট ভয়েস’। 


সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নগরীর সোবহানীঘাট এলাকার হেরিটেজ রেস্টুরেন্ট অ্যান্ড বেনকুয়েট হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে সিলেটের বরেণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, বিশিষ্টজন ও সুশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সিলেট ভয়েস’-এর প্রকাশক ও রোটারি ক্লাব অব মিডটাউন সিলেটের প্রেসিডেন্ট সেলীনা আক্তার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির জুনিয়র রিপোর্টার (ভিজ্যুয়াল) রুবেল রাজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শিব্বির আহমদ। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল পর্বের আনুষ্ঠানিকতা। 


 সিলেট ভয়েসের বার্তা সম্পাদক আহমেদ জামিলের শুভেচ্ছা বক্তব্যের পরে হাইপারলোকাল গণমাধ্যম হিসেবে সিলেট ভয়েসের ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ভারপ্রাপ্ত সম্পাদক দ্বোহা চৌধুরী। 


বিস্তারিত দেখুন ভয়েস ভিজ্যুয়ালসে।


শেয়ার করুনঃ

ভিজ্যুয়ালস থেকে আরো পড়ুন