বিশ্ব ধরিত্রী দিবসে সিলেট শহীদ মিনারে পরিবেশকর্মীরা সরব প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ—সিলেট বিভাগজুড়ে পাহাড়-টিলা কাটা চলছে ভয়াবহ হারে, কখনো প্রকাশ্যে, কখনো রাতের অন্ধকারে।


জেলা প্রশাসন, রাজনৈতিক প্রভাবশালী মহল আর খনিজ ব্যবসায়ী সিন্ডিকেটের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।


মানববন্ধনে জানানো হয়, হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে চলছে এই ধ্বংসযজ্ঞ। প্রশাসনের নিষ্ক্রিয়তা এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, পরিবেশ রক্ষায় আমরা কতটা পিছিয়ে।


এই ভিডিওতে জানুন কী ঘটছে সিলেটের পাহাড়-টিলাগুলোতে, আর কেন প্রশ্ন তুলছেন পরিবেশবাদীরা।


শেয়ার করুনঃ

ভিজ্যুয়ালস থেকে আরো পড়ুন

বিশ্ব ধরিত্রী দিবস, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সিলেট শহীদ মিনার, পরিবেশ, টিলা কাটা