সিলেটে কমছে তাপমাত্রা, বৃষ্টি নেই
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২১ জুন, ২০২৫ ৫:১৯ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই পর্যটন চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন হাওর তীরবর্তী এলাকার গ্রামবাসী। তাঁদের মতে, টাঙ্গুয়ার হাওরে টেকসই পর্যটন গড়ে তুলতে হলে পরিবেশ রক্ষা করতে হবে এবং স্থানীয় মানুষকে সম্পৃক্ত করেই এই কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।
শনিবার (২১ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়পুর গ্রামে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে ‘টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি ওঠে।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কাসমির রেজা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, হাওরে চলাচলকারী পর্যটকবাহী নৌকায় উচ্চ শব্দে মাইক ও বাদ্যযন্ত্র বাজানোর কারণে এলাকার বৃদ্ধ, অসুস্থ রোগী, ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এছাড়া, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বোতল, কাচের গ্লাস ও অন্যান্য বর্জ্যে হাওরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
বক্তাদের দাবি, টাঙ্গুয়ার হাওরের মূল অংশে ইঞ্জিনচালিত নৌকার প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এতে শব্দদূষণ, পানিদূষণ এবং প্লাস্টিক দূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তাঁরা আরও বলেন, যদি মূল হাওরে হাতে চালিত নৌকায় পর্যটক ঘোরাফেরা করেন, তবে স্থানীয় মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, ‘টাঙ্গুয়ার হাওর একটি পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা। এখানে পরিবেশের গুরুত্ব সবচেয়ে আগে। স্থানীয় মানুষ পর্যটনের কোনো সুফল পাচ্ছে না, বরং নানা অসুবিধার মুখে পড়ছে। হাওরের সম্পদও বিনষ্ট হচ্ছে। তাই ইঞ্জিনচালিত নৌকা হাওরের বাইরে নির্দিষ্ট রুটে চালাতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই সমস্যা দ্রুত সমাধান না হলে একসময় পরিবেশ বিপর্যয়ের কারণে স্বয়ংক্রিয়ভাবেই পর্যটন বন্ধ হয়ে যাবে। আমরা আশা করি, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’
সভায় আরও বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর সার্বিক গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. নূরে আলম, সাবেক সাধারণ সম্পাদক খসরুল আলম ও আহমদ কবির, সাবেক সভাপতি আব্দুল হালিম, আলী আহমদ, আল আমিন, নূর মিয়া, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার গ্রীন ক্লাবের সদস্য মাহফুজ আহমেদ, ইয়াসিন আলী প্রমুখ।
টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওর পর্যটন, হাওর সংরক্ষণ, টেকসই পর্যটন, তাহিরপুর পর্যটন