১৮ জুলাই, ২০২৪। ভোর থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয় পুলিশি অভিযান। হল ছাড়ার নির্দেশনা অমান্য করে যারা রয়ে গিয়েছিলেন, তাদের একে একে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
দুপুর ১২টায় শিক্ষার্থীরা অবস্থান নেন ক্যাম্পাসের প্রধান ফটকে, অবরোধ করেন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক। শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, হঠাৎই আসে নির্দেশ, পথ ছেড়ে দিতে হবে। পুলিশ তখন ফটকের সামনেই প্রস্তুত।
দুপুর ১টার দিকে উত্তেজনা চরমে ওঠে। শিক্ষার্থীদের ইট-পাটকেল ছোড়ার পরই পুলিশের পাল্টা অ্যাকশন। শটগান, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট সবই ব্যবহার করা হয়। আহত হন অসংখ্য শিক্ষার্থী।
ছবি কৃতজ্ঞতা: শেখ নাসির/দ্য ডেইলি স্টার




