নলজুর নদীর তীরে গড়ে ওঠা বেদে সম্প্রদায়ের জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গ্যালারিতে। কেউ ডিঙি নৌকায়, কেউ বা মাটিতে খুঁটি পুঁতে টাঙানো প্লাস্টিকের তাঁবুর নিচে জীবন পার করছেন। বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানির অভাব, স্যানিটেশন ব্যবস্থাও বেহাল—এই চরম মানবেতর অবস্থায়ও তারা সংগ্রাম করে যাচ্ছেন প্রতিদিন। নদীর পানি খেয়ে তৃষ্ণা মেটানো, দুই মুঠো ভাত জোগাড়ের জন্য গ্রাম থেকে গ্রামে সাপের খেলা বা শিঙা লাগানোর কাজ করা এখন আর আগের মতো আয় এনে দেয় না।
শিক্ষার সুযোগ নেই, চিকিৎসার সুযোগ নেই, অথচ আশ্বাসের কোনো কমতি নেই। শিশুরা খালি পায়ে ধুলায় হাঁটে, চোখে তাদের ভবিষ্যতের কোনো স্বপ্নের রেখা নেই। ছবিগুলো শুধু দারিদ্র্য নয়, শত প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক নির্মম বাস্তবতাকে সামনে এনে দেয়। এগুলো এক নিষ্ঠুর, কিন্তু উপেক্ষিত জীবনের দলিল।
ছবি: গোবিন্দ দেব



