এক সপ্তাহের বকেয়া বেতন হাতে পেয়ে কাজে ফিরেছেন সিলেটের বুরজান টি ফ্যাক্টরি, বুরজান, ছড়াগাং ও কালাগুল বাগানের চা শ্রমিকরা। শুক্রবার (৯ মে) সকাল থেকে স্ব-স্ব চা বাগানে পাতা তোলার কাজ শুরু করেন তারা। শুক্রবার সন্ধ্যায় সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
এর আগে আজ সকাল ১০টার দিকে চা বাগানগুলোতে শ্রমিকদের হাতে বকেয়া বেতন তুলে দেওয়া হয়। বেতন পেয়েই তারা কাজে যোগদান করেছে।
- ছবি তুলেছেন চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী



