সিলেট অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রপাত ও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

সোমবার (১৬ জুন) সিলেট আবহাওয়া অধিদপ্তরের পাঠানো তথ‍্যনুযায়ী,  সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা নেমে এসেছে ৮১ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় (১৫ জুন সকাল ৬টা থেকে ১৬ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত আরও ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আগামীকাল (১৭ জুন) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটের বৃষ্টিপাত, আজকের আবহাওয়া সিলেট