সিলেটে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৩২জনের প্রাণহানি, আহত ৮০
দৈনন্দিন
মানববন্ধনে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক গ্রামবাসী, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার উদ্যোগ
প্রকাশঃ ৯ জুন, ২০২৫ ১:০৬ অপরাহ্ন
আড়াই বছরের সেতুর কাজ, প্রকল্পের মেয়াদ পার হওয়ার পর ৭ বছর হয়ে গেছে। কিন্তু এখনো শেষ হয়নি সুনামগঞ্জের যাদুকাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরেফিন ও অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর কাজ।
কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে আজ (সোমবার) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মাননবন্ধনে বক্তারা অবিলম্বে সেতুর কাজ সম্পূর্ণ করার দাবি জানান এবং বলেন দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ না হলে জনস্বার্থে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে ঘাগটিয়া,গড়কাটি, সুন্দরপাহাড়ি, জালরটেক, মানিগাঁও, আদর্শগ্রাম, জামবাগ, বাদাঘাট, মোল্লাপাড়া ও কামড়াবন্দ গ্রামের অন্তত পাঁচ শতাধিক মানুষ উপস্থিতি ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী ও লেখক আবুল হোসেন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের এমসি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন।
এছাড়াও সুন্দর পাহাড়ি গ্রামের পক্ষে নজরুল ইসলাম, সমাজকর্মী দেলোয়ার, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সদস্য এম সালমান আহমেদ সুজন, চিকিৎসাসেবা ফাউন্ডেশনের সদস্য নাজমুল ইসলাম, সমাজকর্মী গোলাম শহীদ, ঘাগটিয়া গণগ্রন্থাগারের আহ্বায়ক অমিয় হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
তাহিরপুর গণকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সারোয়ার ইবনে গিয়াস এর সঞ্চালনায় ও অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক প্রবিত্র কুমার রায় এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সিরাজুল ইসলাম, মুফতি নেছার আহমেদ, সমাজসেবক হাকিকুল ইসলাম, শিক্ষক পল্টু রায়সহ অন্তত সহস্রাধিক মানুষ।
মানববন্ধন শেষে সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
সুনামগঞ্জ, যাদুকাটা, মৈত্রী সেতু, তাহিরপুর