দলের ঐক্য সুসংহত রেখে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৭ মে, ২০২৫ ৩:০৬ অপরাহ্ন
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘গ্লোবাল লিডারশিপ সার্ভিস প্রজেক্ট অন এনভায়রনমেন্ট (GLSPE) ২০২৫’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক এই আয়োজনটি বাস্তবায়ন করে ট্র্যাক নেপাল, নেপালের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি এবং আরও কয়েকটি আন্তর্জাতিক সংগঠন।
এবারের GLSPE-তে বাংলাদেশসহ সাতটি দেশের প্রায় ৪৫ জন উদ্যমী তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ১৩ জন। তারা হলেন, মো. তাওহীদ ইসলাম, তুহিন আহমদ, নূরজাহান আক্তার, নাবিল সাদ সামিন, মো. নাজমুল ইসলাম হৃদয়, মো. আশরাফুল ইসলাম সৌরভ, মো. গোলাম রাব্বি, মোহাম্মদ মামুন, মুকসানা আক্তার, মিজানুর রহমান, রাবেয়া আক্তার, সুকান্ত দেবনাথ এবং আরিয়ান খান।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন নেপালের শান্তি ও পুনর্গঠন মন্ত্রী এবং ধুলিখেল শহরের মেয়র একনাথ ধাকাল।
সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের শ্রম ও পরিবহন মন্ত্রী প্রেম বক্তা মহারজান এবং নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মো. হোসেন।
চার দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশগত টেকসই উন্নয়ন, নেতৃত্বের দক্ষতা ও সবুজ নগর গঠনের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্কশপ ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও, সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে একে অন্যের সংস্কৃতি সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পান তারা।
বাংলাদেশি প্রতিনিধি তুহিন আহমদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, “GLSPE ২০২৫-এ অংশগ্রহণ আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। বিশ্বজুড়ে তরুণ নেতাদের সঙ্গে পরিবেশ ও নেতৃত্ব নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত।”
GLSPE ২০২৫-এর পরিচালক এমএইচ রুমন বলেন, 'নেতারা জন্ম নিয়ে আসেন না, বরং কঠোর পরিশ্রম, দায়িত্ববোধ ও সুযোগের মাধ্যমেই গড়ে ওঠেন। এই প্ল্যাটফর্ম তরুণদের নিজেদের দক্ষতা শেয়ার করার মাধ্যমে একটি সবুজ, সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখায়।'
GLSPE ২০২৫, নেপাল কাঠমান্ডু, পরিবেশগত নেতৃত্ব, আন্তর্জাতিক যুব সম্মেলন, বাংলাদেশি প্রতিনিধি, ট্র্যাক নেপাল