মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, সেবা পেতে হলে কাউকে এখন আরও বোর্ডে যেতে হবে না। সিলেট বোর্ডের সকল কার্যক্রম শতভাগ অনলাইন করা হয়েছে। দেশের অন্যান্য বোর্ড এখনও সে জায়গায় যেতে পারেনি।

 

সোমবার (৫ মে) সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

তিনি বলেন, সিলেট শিক্ষাবোর্ডের অধীন শিক্ষার্থীদের শতকরা হারে ৪০ শতাংশ ছেলে ও ৬০ শতাংশ মেয়ে। আমাদের ছেলেরা ঝরে পড়ছে। এটি খুবই উদ্বেগের বিষয়। মেয়েদের পাশাপাশি ছেলেদের দিকেও আমাদের নজর দিতে হবে।

 

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক বাবা-মাকে তাদের সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। সন্তানদের বেশি করে সময় দিতে হবে। ছেলে মেয়েদের শুধু শাসন করলে হবে না, স্নেহ মমতা দিয়ে তাদেরকে আগলে রাখতে হবে। তাদের মনের অবস্থা বুঝতে হবে। তা না হলে তাদেরকে কাঙ্খিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না।

 

আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক ও স্বনামধন্য চিকিৎসক আরিফ আহমদ মোমতাজ রিফা।

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সদস্য আতিকুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান ও সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক।

 

সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক আশরাফুল হক আনোয়ারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জালালাবাদ আবাসিক এলাকার বিশিষ্টজন সালেক আহমদ, শিপু আহমদ, এনাম আহমদ ও আনোয়ার হোসেন সুমন। তাছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট শিক্ষাবোর্ড, সিলেট, চেয়ারম্যান, আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ