আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে সিলেটের লালাখাল চা বাগানে নারী চা শ্রমিকদের জন্য এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মে) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১১৫ জন নারী ও শিশু বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

স্বাস্থ্য শিবিরটি যৌথভাবে আয়োজন করে একসেস বাংলাদেশ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগ এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল।

আয়োজকেরা জানান, চা শ্রমিক নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়াতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী আয়োজিত এই শিবিরে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য ও অভ্যন্তরীণ রোগ বিশেষজ্ঞদের মাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা এবং পরামর্শ প্রদান করা হয়।

শিবিরে আরও ছিল নারী শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জরুরি পরিস্থিতিতে স্থানীয়ভাবে সহায়তা নিশ্চিত করতে নারী শ্রমিকদের নিয়ে একটি দ্রুত প্রতিক্রিয়া কমিটি (কুইক রেসপন্স কমিটি) গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. এনামুল হক, ডা. রেজাউল কবির রাজিব, ডা. ফারহানা, রওশন আরা মুকুল, দ্বিজেন দেবনাথ, নির্মল দেব, গৌতম কুমার রায়সহ একাধিক চিকিৎসক ও সমাজকর্মী। চা-বাগান কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক ওলিউর রহমান এবং শ্রমিকদের প্রতিনিধি মোহন মাহালি।

স্বাস্থ্যকর্মী, নার্স, স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে এ কর্মসূচি একটি সফল সামাজিক উদ্যোগ হিসেবে স্বীকৃতি পায়। আয়োজকেরা আশা করছেন, এই কার্যক্রমের মাধ্যমে নারী শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা ও অধিকার রক্ষায় একটি টেকসই কমিউনিটি নেতৃত্ব গড়ে উঠবে।



শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

চা শ্রমিক সমাজ উন্নয়ন, নারী শ্রমিক অধিকার, চা বাগান, সিলেট, স্বাস্থ্য সেবা , শ্রমিক দিবস