নগরীর পথে পথে গরু-ছাগলের অবৈধ হাট
ভিজ্যুয়ালস
প্রকাশঃ ১ মে, ২০২৫ ১১:২৫ অপরাহ্ন
সিলেট ভয়েস ভিজ্যুয়ালসের নতুন সংযোজন 'শিলহটনামা: সিলেটের কথা বলে'র প্রথম পর্বে থাকছে মহান মে দিবসের বিশেষ আয়োজন সিলেটের পাথরশিল্প নিয়ে আলোচনা 'পাথরচাপা জীবন: শ্রম, পরিবেশ ও আইন'।
আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আব্দুল করিম কিম, লেখক ও সাংবাদিক উজ্জ্বল মেহেদী। সঞ্চালনায় ছিলেন সিলেট ভয়েস-এর ভারপ্রাপ্ত সম্পাদক দ্বোহা চৌধুরী।
বিস্তারিত দেখুন ভিজ্যুয়ালসে।
শিলহটনামা, সিলেটের কথা বলে, সিলেট, পাথরশিল্প, বারকি শ্রমিক, শ্রম, পরিবেশ, আইন