সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘আমরা চাই জনগণ আবার রাজনীতির মালিক হোক। রাষ্ট্রের মালিকানা ফিরে যাক জনগণের হাতে। বিএনপি ক্ষমতায় যেতে চায় না, যেতে চায় জনগণের অধিকার ফিরিয়ে দিতে। চলমান দুঃসময় থেকে মুক্তির পথ হলো বিএনপি’র ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন। জনগণের ম্যান্ডেটেই হবে পরিবর্তনের সূচনা।’
সিলেটবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সিলেট থেকে নতুন বার্তা ছড়িয়ে দিতে চাই—যাতে আর কেউ সিলেটবাসীকে বঞ্চিত করতে না পারে। অনেক হয়েছে বঞ্চনা, আর নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, কোনো গোষ্ঠী নয়। ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুরের মৈশাষী ব্রিজ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপি বিশ্বাস করে- জনগণের ভোটেই পরিবর্তন আসবে। ভোটের মাধ্যমেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, প্রশাসন হবে নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও প্রকৃত জনগণের সরকার গড়ে উঠবে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি সিলেটবাসীসহ দেশবাসীকে আহ্বান জানাই—আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক। এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।’
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের উদ্দেশ্যে এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সিদ্দিকীর সভাপতিত্বে এবং শেখ সুহেল আহমদ বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


