ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি হাওরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

উপদেষ্টা ফরিদা আখতার স্পিডবোটে হাওরের ওয়াচ-টাওয়ার, দৃষ্টিনন্দন হিজল-করচ গাছের বাগান এবং হাওর তীরবর্তী গ্রামগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি হাওরের পরিবেশগত অবস্থা এবং রক্ষণাবেক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন।

ফরিদা আখতার বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও মৎস্য সম্পদের রক্ষায় সচেতন হতে হবে। হাওরের জীববৈচিত্র্য সবকিছুই আমাদের সুরক্ষা নিশ্চিত করে। যদি আরও বেশি অভয়াশ্রম গড়ে তোলা যায় এবং পরিবেশ রক্ষা কার্যক্রম বাড়ানো যায়, তবে হাওরে মাছের উৎপাদনও বাড়বে। জেলেদের বিকল্প জীবিকা ও সচেতনতা নিশ্চিত করতে হবে। হাওর খনন ও নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থা করা প্রয়োজন। অনিয়ন্ত্রিত পর্যটন পরিবেশ ক্ষতিগ্রস্ত করবে, তাই দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করতে হবে। টাঙ্গুয়ার হাওরকে শুধু পরিবেশগত নয়, মাছ উৎপাদনের দিক থেকেও গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারলে রক্ষার দায়িত্ব সবার হবে।

উপদেষ্টা আরও বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু ব্যবহারকারীকেই নয়, উৎপাদনকারীকেও ধরতে হবে। প্রয়োজন হলে আমদানী বন্ধ এবং স্থানীয়ভাবে উৎপাদন হওয়া ফ্যাক্টরীও বন্ধ করতে হবে।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

Single News Bottom

শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা