ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে।


মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

 বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৬৯ শতাংশ এবং বিকেল ৬টায় ৭১ শতাংশ।


বিজ্ঞতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় (১৮ আগস্ট সকাল ৬টা থেকে ১৯ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৮৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ২ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


আগামীকাল বুধবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।

Single News Bottom

শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস সিলেট, সিলেটের তাপমাত্রা, সিলেটের আজকের আবহাওয়া