সিলেটে আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে অনেক জায়গায়। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সোমবার (১৮ আগস্ট) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (১৭ আগস্ট সকাল ৬টা থেকে ১৮ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৫ দশমিক ৮ মিলিমিটার। আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নামমাত্র (ট্রেস) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।

Single News Bottom

শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আবহাওয়া, বজ্রবৃষ্টির সম্ভাবনা, সিলেট