সিলেটে কমছে তাপমাত্রা, বৃষ্টি নেই
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ন
সিলেটে ২৪ ঘণ্টায় (৪ আগস্ট ভোর ৬টা থেকে ৫ আগস্ট ভোর ৬টা) ২১৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা মৌসুমি বৃষ্টিপাতের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
একইসঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। তাছাড়া অনেক স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে জানায় সংস্থাটি।
তবে পরবর্তী ১২ ঘণ্টায় (আজ ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬ টা) ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আবহাওয়া অফিস জানায়, চলমান মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে গতকাল রাত থেকে ভোর পর্যন্ত একটানা ভারী বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে গতকাল সোমবার ১২ ঘন্টায় সিলেটে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্ভাবাস অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে সিলেট ভারি বর্ষণ শুরু হয়। দিনভর ভারি বর্ষণে নদ-নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ সিলেট ভয়েসকে বলেন, 'সিলেটে আরও তিনদিন ভারি বর্ষণ হতে পারে। এরকম বৃষ্টি অব্যাহত থাকলে নদনদীর পানি বাড়তে পারে। এছাড়া ভারতের মেঘালয় রাজ্যে যদি ভারি বর্ষণ হয় তাহলে সেটি সিলেটকে প্রভাবিত করতে পারে।'
সিলেট আবহাওয়া, সিলেটে ভারি বৃষ্টি, সিলেটে বৃষ্টিপাত পরিমাণ, সিলেট নদীর পানি, আবহাওয়া পূর্বাভাস সিলেট