সিলেটে বৃষ্টি হলেও ক্রমেই বাড়ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ। সোমবার (২৩ জুন) সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় তা ছিল ৮০ শতাংশ। গতকাল যা সকাল ৯টায় ছিল ৮০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা ছিল ৭৪ শতাংশ। 

সোমবার সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট অঞ্চলে আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় তা ছিল ৮০ শতাংশ। 

বিজ্ঞপ্ততে আরও বলা হয়, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।  

তাছাড়া গত ২৪ ঘণ্টায় (ভোর ৬টা থেকে আজ ভোর ৬টা) ৩.৬ মিলিমিটার এবং (আজ ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা) ২৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

Single News Bottom

শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া সিলেট বৃষ্টি আপডেট বাতাসে আর্দ্রতা সিলেট বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা