প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি। সোমবার (৮ ডিসেম্বের) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ   সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়নের স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও। 

 

ইউএনও বলেন, বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে সাংবাদিকসহ সর্বমহলের সার্বিক সহযোগিতার প্রয়োজন। সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে যেতে চাই। যাতে করে আমি বিশ্বনাথ থেকে চলে যাওয়ার পরও বিশ্বনাথবাসী আমাকে সেই ভালো কাজের জন্য স্মরণ রাখেন। তবে সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়।

 

সভায় সাংবাদিকরা উপজেলার নদীকে দখল-দূষণের হাত থেকে রক্ষা করা ও উৎসমুখ পুনঃখননের উদ্যোগ, ভূয়া দলিলের মাধ্যমে প্রবাসীদের ভূমি নামজারী করে নেওয়ার প্রবনতা রোধকল্পে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

একইসঙ্গে বিশ্বনাথ পৌর এলাকার যত্রতত্র থাকা বর্জ্য অপসারণ, কর পরিশোধের ক্ষেত্রে সহজিকরণ ও জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জনদূর্ভোগ কমাতে অতিরিক্ত (এফিডেফিট-সিভিল সার্জনের প্রত্যায়ন) শর্তাবলী শিথলীকরণ, পৌরসভা থেকে হারিয়ে যাওয়া পৌর কর আদায়ের প্রথম দিকের খাতাসহ অন্যান্য ডকুমেন্ট উদ্ধারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিকরা।

 

এছাড়াও পৌর এলাকার তীব্র যানজট নিরসনের উদ্যোগ, ভূমির মালিকের অপরিশোধিত করের জন্য ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স আটকে রেখে হয়রানী না করা, উপজেলা নির্বাচন অফিসের ঘুষ-বাণিজ্য বন্ধ করে ভোটার হওয়ার ক্ষেত্রে প্রবাসী’সহ সর্বসাধারণের দূর্ভোগ কমানো ও বিশাল অঙ্কের কন্টাক্টের মাধ্যমে ‘ডাবল এন্ট্রি ভোট’-এর মতো অবৈধকাজে জড়িত থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনার এবং সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান তারা।  

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখ’সহ বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বনাথ, সাংবাদিক, মতবিনিময়