ছবিঃ ঢাকা-সিলেট মহাসড়কে চলছে গণঅবস্থান কর্মসূচি

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ভোগের প্রতিবাদে এবং দ্রুত বেহাল অবস্থার প্রতিকারের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।


সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ুন রশীদ চত্তরে এই কর্মসূচী শুরু হয়। এতে সিলেটের বিভিন্ন সংগঠন ব্যানার ও মিছিল সহকারে যোগ দেন।


এর আগে গত ১০ অক্টোবর, ঢাকা—সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার প্রতিকার চেয়ে ‘মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ—অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল কাইয়ুম চৌধুরী কর্মসূচির বিষয়টি জানিয়েছেন। এতে সিলেটের সর্বস্তরের মানুষ, বিএনপির নেতা—কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন।


আবদুল কাইয়ুম চৌধুরী জানান, চলাচলে দুর্ভোগের কারণে সিলেটের মানুষ এখন ক্ষুব্ধ। আগে তিন-চার ঘণ্টায় যেখানে সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন সেখানে সময় লাগছে ১৬ থেকে ২৪ ঘণ্টা। 

দ্রুত এ সমস্যার সমাধানের দাবিতে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেবল বিএনপির নেতা-কর্মীরা নন, ভুক্তভোগী সাধারণ মানুষও কর্মসূচিতে একাত্ম হবেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিএনপি নেতা, কাইয়ুম চৌধুরীর,ঢাকা-সিলেট, মহাসড়ক, গণঅবস্থান, কর্মসূচি