মিরপুরে কারখানা-গোডাউনে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ১৬
দৈনন্দিন
প্রকাশঃ ১২ অক্টোবর, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ন
চার মাস ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রামের বাসিন্দা গাজী রহমান আলী।
তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া গ্রামের আবু হারেজ এর পুত্র। বৈবাহিক সূত্রে তিনি মোল্লাগ্রামে ঘর জামাই হিসেবে বসবাস করতেন।
নিখোঁজ রহমান আলীর স্ত্রী ইছমা আক্তার কলি জানান, তার স্বামী একজন দিনমজুর। তিনি এলাকায় কৃষি কাজসহ বিভিন্ন কাজ করতেন। গত ২৫ মে’২৫ সন্ধ্যার দিকে তিনি পাঁচ মাইল বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, আইনী সহায়তা পাওয়ার জন্য সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার ট্র্যাকিং নং- YA6U8W. কিন্তু থানা পুলিশ আজও কোনো সন্ধান দিতে পারেনি। উল্টো তারা মিসিং ডায়েরিটা ক্লোজ করে দিয়েছে। চার মাসেও স্বামীর সন্ধান না পেয়ে তিনি শঙ্কা প্রকাশ করছেন।
ইছমা আক্তার জানান, তার স্বামী নিরক্ষর। তিনি মোবাইল ফোন ব্যবহার করেন না। নিখোঁজের সময় সাথে কোনো মোবাইলও ছিল না। তাছাড়া, স্বামীর আত্মীয়-স্বজন যাদের মোবাইল নাম্বার তিনি সংগ্রহ করেছেন সবার সাথে আলাপ করে স্বামীর সন্ধান জানতে চেয়েছেন। কিন্তু কোথাও কোনো সন্ধান পাননি। স্বামীর পিতা-মাতা বা বাড়ি-ঘর নেই। এমতাবস্থায় তিনি শেরপুরের গ্রামের বাড়িতে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই মর্মে স্বজনরা নিশ্চিত করেছেন।
সুতরাং, রহমান আলী সিলেটের কোথাও আছেন বলে ধারনা করছেন স্ত্রী ইছমা আক্তার। কেউ তার স্বামীর সন্ধান পেলে ০১৭৩৭-১০৫৫৮৪ ও ০১৬২৬-৯৭৩৬২৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
চার মাস ধরে নিখোঁজ রহমান আলীর সন্ধান চায় পরিবার