জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: মুহাম্মদ ফখরুল
রাজনীতি
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ১০:২৬ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই পদযাত্রায় চার-পাঁচ মাস বয়সী রাজনৈতিক দল হিসেবে আমরা ভালো সাঁড়া পেয়েছি। আমরা আশাবাদী এই ধারা অব্যাহত রাখতে পারবো। দেশের মানুষের জন্য জুলাই অভ্যুত্থানের আকাংখা নিয়ে এগিয়ে যাবো।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সিলেটেসহ বিভিন্ন জায়গায় আমরা অভূতপূর্ব সাঁড়া পেয়েছি। অনেক জায়গায় আমাদের লোকজন বাঁধা পেয়েও আমাদের মাঝে আসছেন।
দেশের বিভিন্ন স্থানে আইনশঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি সরকার কঠোরভাবে দেখবে বলে প্রত্যাশা করছি।
নাহিদ আরও বলেন, আমরা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইসলামের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ইসলামের ঐতিহ্য ধারণ করবো এটা প্রত্যাশা রাখছি।
তিনি আরও বলেন, পদযাত্রা শেষ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে, শুক্রবার বিকেল চারটার দিকে সুনামগঞ্জ থেকে পদযাত্রা শেষ করে সিলেটে আসেন নেতৃবৃন্দ। পরে সাড়ে ৫টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে অংশ নেন তারা। সমাবেশ শেষে রাত সাড়ে ৮টায় শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসেন নেতৃবৃন্দরা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সিলেট, মাজার জিয়ারত, নাহিদ ইসলাম