সিলেটে পুরোহিত-সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ১০:১০ অপরাহ্ন
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিশ্বনাথ উপজেলার নতুন বাজারস্থ বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দলের নিজস্ব অফিসে দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে সিলেট জেলা দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিমের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে প্রবাসী অধ্যুষিত সিলেট-২ আসনের প্রার্থী হিসেবে স্থানীয় জমিয়তের মনোনীত প্রার্থী লন্ডন মহানগর জমিয়তের সভাপতি, জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ইউকে জমিয়তের সহসভাপতি আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
এসময় লিখিত বক্তব্যে জমিয়ত সৃষ্ঠিলগ্নের বিভিন্ন কারযক্রম তুলে ধরে তারা বলেন, আমাদের পূর্বসূরী আকাবিরদের হাত ধরে ১৯১৯ সালে বৃটিশ বিরোধী আন্দোলনের প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই সংগঠন। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার সূর্যোদয়ে সংগঠন হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের অবদান ছিলো সবার শীর্ষে।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত সদা জাগ্রত ও তৎপর। ইসলাম বিরোধী সকল অপতৎপরতা মোকাবেলায় শক্তির সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাওয়া সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম।
বিগত আওয়ামী শাসনামলে দেশের সার্বভৌমত্ত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনে জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় অসংখ্য নেতা-কর্মী জেল-জুলুমের শিকার হয়েছেন। জুলাই ও আগষ্টে হওয়া গণঅভ্যুত্থানে জমিয়ত অনন্য অবদান রেখেছে।
জমিয়ত একটি নির্বাচনমুখি রাজনৈতিক দল। বাংলাদেশ নির্বাচন কমিশনের ২৩ নং নিবন্ধিত দল জমিয়তের প্রতিক “খেজুর গাছ”। জমিয়তের নেতা-কর্মীরা ইউ/পি সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত সকল স্থরে জনপ্রতিনিধি হয়েছেন। নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেছেন তারা।
এসময় আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ এর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার দিক উল্লেখ করে এই জনপদে তার বিশেষ অবদান ও জনপ্রিয়তা রয়েছে দাবী করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় জমিয়তের সহ-প্রকাশনা সম্পাদক ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ,উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা নূরুল ইসলাম, পৌর জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুস সোবহান, উপজেলা জমিয়ত নেতা মুফতি শাহনূর আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা শাহ মুসলেহ উদ্দীন, কবির আহমদ, আব্দুস সালাম, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাকির চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান সহপ্রমূখ নেতৃবৃন্দ।
সিলেট-২ আসন জমিয়ত প্রার্থী,হাফিজ হোসাইন আহমদ নির্বাচন,বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম