
সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল চালক শহীদ আহমদ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর জামায়াত।
রোববার (২০ এপ্রিল) রাতে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার অনাবিল-২১ বাসায় শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা নিহত শহীদের পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, নগরীর ব্যস্ততম এলাকায় এ ধরনের দুর্ঘটনা হৃদয়বিদারক। মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। শহীদ আহমদ চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, ২৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল লেইছ, সহ-সভাপতি সোহেল রানা, সেক্রেটারি মামুন আহমদ, যুব বিভাগের সভাপতি সাব্বির আহমদ, সেক্রেটারি শফিউল আলমসহ জামায়াতের নেতাকর্মীরা। নিহত শহীদের ছোট ভাই জাহিদ আহমদ চৌধুরী ও রাসেল আহমদ চৌধুরীও এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন আলপাইন রেস্টুরেন্টের সামনে ট্রাকচাপায় প্রাণ হারান শহীদ আহমদ চৌধুরী। পেশায় মোটরসাইকেল চালক শহীদ বরইকান্দি এলাকার বাসিন্দা ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
শেয়ার করুনঃ
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন
সিলেট ট্রাক দুর্ঘটনা, শহীদ আহমদ চৌধুরী, চৌহাট্টা ট্রাকচাপা, সিলেট মোটরসাইকেল দুর্ঘটনা, বরইকান্দি সিলেট, সিলেট জামায়াত, ফখরুল ইসলাম জামায়াত, সিলেট শহরের সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল চালক নিহত, সিলেটের শোক সংবাদ