
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান শামীম।
তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে বেশি বেশি নামাজ, রোজা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তিনি আরও বলেন, **শুধু দুনিয়ার লাভের পেছনে ছুটলেই চলবে না, আখেরাতের কল্যাণেও কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসাইন আহমদ, দ্বীন ইসলাম, আব্দুস সোবাহান, বাহার উদ্দিন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মোবারক আলী, রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী চুনু মিয়া, শাজাহান মিয়া, লাল মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার পরিবেশন করা হয়।
শেয়ার করুনঃ
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন
রিকশা শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল