কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল পিস্তলসহ গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন
সিলেট নগরীর ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে যৌথ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন (সিসিক) ও জেলা প্রশাসন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এ সময় সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযানকালে নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ক্বিনবিজ এলাকা থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের সামনেও একইভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়। তাৎক্ষণিকভাবে দখলমুক্ত করা হয় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত।
সিসিক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নগরের সব সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে মালিকদের নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনসহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট সিটি কর্পোরেশন, ফুটপাত দখল, সিসিক অভিযান, সিলেট জেলা প্রশাসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ