সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থ প্রকাশিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ৭:০৯ অপরাহ্ন
সিলেট মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনা গাঁও চাটুরা বাজার দাখিল মাদ্রাসায় এ সভা সম্পন্ন হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. সাদিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উত্তরভাগ সিনিয়র মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস ছবুর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাটুরা বাজার চৌধুরী বাজার দাখিল মাদ্রসার সিনিয়র মাদারিছ মাওলানা মাহমুদ হোসেন, শিক্ষক মাওলানা মো. নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন আহমদ, মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ সিলেট মাদ্রাসা শিক্ষা বোর্ডের যুক্তিকতা তুলে ধরেন এবং দাবির প্রতি একমত পোষন করেন।
সিলেট মাদ্রাসা শিক্ষা বোর্ড, শিক্ষা উন্নয়ন পরিষদ, মতবিনিময় সভা, রাজনগর মাদ্রাসা, মৌলভীবাজার শিক্ষা সংবাদ