সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থ প্রকাশিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ১০:১৮ অপরাহ্ন
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে এই মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, 'বিএনপি সবসময় মানবিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। ভয়াবহ বিমান দুর্ঘটনার পরপরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন এবং মেডিকেল সহায়তায় সক্রিয় ভূমিকা রাখেন।'
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, আফজাল উদ্দিন সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সম্পাদক নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মাহবুবুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদকদ সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, অর্থনীতি বিষয়ক সম্পাদক ও শাহপরান থানার আহবায়ক মো. আব্দুল মুনিম প্রমুখসহ মহানগর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।