বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিকের জন্য চিকিৎসাসেবা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। 


তিনি বলেন, “স্বাস্থ্য হবে নাগরিক অধিকার, ব্যবসা নয়। আওয়ামী লীগ স্বাস্থ্যকে ব্যবসায় রূপান্তর করেছে। বিএনপি ক্ষমতায় এলে তা বন্ধ করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”

সোমবার (২১ জুলাই) দুপুরে নগরীর সুবিধবাজার বনকলাপাড়া এলাকার খাঁন স্পোর্টস সেন্টারের হলরুমে ফোর এ এস ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্য মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে স্বাস্থ্যখাতকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনায় নিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু করা হবে। স্বাস্থ্য কার্ড প্রবর্তনের মাধ্যমে প্রতিটি নাগরিক বিনা খরচে চিকিৎসা ও ওষুধ পাবে।

স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম রোধ করে উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়াই বিএনপির অঙ্গীকার—এ কথা উল্লেখ করে কয়েস লোদী বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থাকে পরিবর্তন করে তা বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তৃত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি সুবিধা নিশ্চিত করতে অ্যানেস্থেসিস্ট তৈরিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং তাদের সেখানে কর্মরত রাখার জন্য আর্থিক প্রণোদনাও দেওয়া হবে।

ফোর এ এস ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, সহ-অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নূর, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বেলাল ও জালাল উদ্দিন, অর্থ সম্পাদক আলম খান মুক্তা, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক নেছার উদ্দিন, কৃষক দলের বিমানবন্দর থানা শাখার সদস্য সচিব শাহ আলম আলী, যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক শফিক আহমেদ চৌধুরী, সেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মনির মিয়া, সাবেক আহ্বায়ক সাফিক নূর বাবু, যুবদল নেতা মামুন মিয়াসহ আরও অনেকে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন