জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রেজুওয়ান কোরেশী। সম্প্রতি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা স্বাক্ষরিত নিয়োগপত্র তাঁর কাছে হস্তান্তর করা হয়।

রেজুওয়ান কোরেশী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ নম্বর সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের হাজী মো. আজরফ হোসেন কোরেশীর তৃতীয় পুত্র। সাংবাদিকতা পেশায় তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন।

তিনি বর্তমানে জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য, দৈনিক জৈন্তাবার্তা-র উপজেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম-এর স্টাফ রিপোর্টার এবং সিলেটটুডে২৪-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগ পাওয়ার পর রেজুওয়ান কোরেশী পেশাগত দায়িত্ব পালনে সহকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রেজুওয়ান কোরেশী নিয়োগ,জগন্নাথপুর প্রতিনিধি প্রতিদিনের বাংলাদেশ,সুনামগঞ্জ সাংবাদিক রেজুওয়ান