গোলাপগঞ্জে এসএসসিতে পাশের হার ৭৩.৬৯, জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ৫:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনছার উদ্দিন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রেরিত এক চিঠিতে আগামী দুই বছরের জন্য আনছার উদ্দিনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়নের পর বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সুবিপ্রবির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ জরুরি সিন্ডিকেট সভায় অংশ নেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও সিন্ডিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা আনছার উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন বলেন, 'বুধবার বিকেলে মনোনয়নের বিষয়টি জানতে পারি। এরপর আজকের সভায় অংশ নিই। হাওরের জনপদ সুনামগঞ্জের এই একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব, গুণগত শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে এগিয়ে নিতে আমি কাজ করে যেতে চাই।'
সুবিপ্রবি, সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়