সিলেটে কমছে তাপমাত্রা, বৃষ্টি নেই
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ৭:০০ অপরাহ্ন
সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দমকা হাওয়াসহ বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
বুধবার (২৫ জুন) আবহাওয়া অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালের বাতাসে আদ্রতা ছিল ৮৮ শতাংশ এবং সন্ধ্যায় তা কমে দাঁড়ায় ৬৬ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় (২৪ জুন সকাল ৬টা থেকে ২৫ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৪৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ১২ ঘণ্টায় (২৫ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত হয়েছে মাত্র ০ দশমিক ৬ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল (২৬ জুন) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
সিলেট আবহাওয়া,সিলেটে বৃষ্টির পূর্বাভাস,সিলেট তাপমাত্রা আজ,আজকের আবহাওয়া সিলেট,সিলেটে বজ্রসহ বৃষ্টি