সিলেটে কমছে তাপমাত্রা, বৃষ্টি নেই
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ৭:০০ অপরাহ্ন
আগামী ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে মৌলভীবাজারে তাপপ্রবাহ কমে কিছুটা তারতাম্য ঘটতে পারে বলেও জানানো হয়েছে।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় আবহাওয়া অফিস সিলেটের পাঠানো এক প্রতিবেদনে ও তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, মৌলভীবাজার জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছুটা কমে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গেল ২৪ ঘণ্টায় (১৩ জুন ভোর ৬টা থেকে ১৪ জুন ভোর ৬টা পর্যন্ত) এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
সিলেটে আবহাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত, মৌলভীবাজার তাপপ্রবাহ, সিলেট আবহাওয়া পূর্বাভাস, আজকের বৃষ্টি সম্ভাবনা