সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট ও নৌকা ভ্রমণের সময় উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। সোমবার (৯ জুন) দুপুরের দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। 


এছাড়াও উপজেলার প্রশাসনের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে। ফেসবুকে জানানো হয়,  'টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সকল হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান বাজানো নিষেধ। এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।'


তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর মূলত রামসার কনভেনশন অনুযায়ী 'প্রতিবেশগত সংকটাপন্ন' একটি এলাকা। সাম্প্রতিক সময়ে টাঙ্গুয়ার হাওরে ব্যাপকহারে বিলাসবহুল পর্যটকবাহী হাউজবোট চলাচল শুরু করে। একটি পক্ষ হাওরে এসব হাউজবোট চলাচলে পর্যটনের বিকাশ হিসেবে মনে করলেও সচেতন মহলের দাবি, এর ফলে আক্ষরিক অর্থে সংরক্ষিত এলাকা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যকে আরও হুমকির মুখে ফেলা দেওয়া হচ্ছে।


লেখক ও সমাজকর্মী আবুল হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য একে রামসার চুক্তির অন্তর্ভুক্তই করা হয়েছে। কিন্তু হাওরে যেভাবে উদ্যোম নাচের তালে হাউজবোটগুলোতে গানবাজনা হচ্ছে পাশাপাশি প্লাস্টিক ও মানববর্জ্য পড়ছে তা পরিবেশ ও প্রতিবেশ দুটোরই ক্ষতি করছে। এসব বন্ধ করা জরুরি।


পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে উচ্চস্বরে গানবাজনা যে পরিমাণ শব্দদূষণ সৃষ্টি করছে তা হাওরের জীববৈচিত্র্যের জন্য খুবই ক্ষতিকর। এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, বোটগুলোতে রাত-বিরাতে উচ্চস্বরে গান-বাজনা বন্ধে শিগগিরই কার্যকরী অভিযান পরিচালনা করা হবে। তাছাড়া হাওরে প্লাস্টিক দূষণ ও মানববর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি পরিকল্পনা নেয়া হয়েছে। এ নিয়ে দ্রুতই কাজ শুরু হবে।

Single News Bottom

শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, হাউজবোট, উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ, পর্যটক