সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।  

রোববার (২২ জুন) সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় বজ্রপাত ও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। 

এ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেটে বজ্রপাত, সিলেট তাপমাত্রা, সিলেট আবহাওয়ার খবর, সিলেট আবহাওয়ার পূর্বাভাস