সিলেটে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৩২জনের প্রাণহানি, আহত ৮০
দৈনন্দিন
প্রকাশঃ ৯ জুন, ২০২৫ ১০:১২ অপরাহ্ন
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে বিন্যামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের উপাত্ত জমা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সোমবার (৯ জুন) ইউনিয়ন পরিষদ ভবনে দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করে দরগাপাশা ইউনিয়ন পরিষদ।
দরগাপাশা গ্রামের ব্যবসায়ী সায়ান রশিদ চৌধুরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার যৌথ অর্থায়নে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ধরণের উদ্যোগ স্থানীয় মানুষকে রক্তের সংকট থেকে উত্তরণ ঘটায়। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এমন উদ্যোগ শুধু দরগাপাশা ইউনিয়নে নয় একেবারে প্রান্তিক পর্যায়ে বিশেষ করে প্রতিটি গ্রামীণ অঞ্চলে নেওয়া হলে মানুষ আরো বেশি উপকৃত হতো।
আয়োজকরা জানান, সম্পূর্ণ ইউনিয়নে ৩০ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও উপাত্ত জমা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পৃথক তারিখে ৫ ধাপে বাস্তবায়ন করা হবে এই কর্মসূচি। ইউনিয়নের প্রত্যেক গ্রামের নাগরিকের রক্তের গ্রুপ জমা থাকবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উপাত্তে। প্রয়োজন অনুযায়ী এখান থেকে যে কোনো সময় একজন নাগরিককে রক্ত সেবা দেওয়া হবে।
কর্মসূচিতে রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন সিলেটের বিভিন্ন নার্সিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। ডাটা এন্ট্রির কাজ করেন দরগাপাশা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাবেক ও বর্তমান প্রশিক্ষণার্থীরা।
ইউনিয়ন পরিষদের ডিজিটাল কম্পিউটার একাডেমির শিক্ষার্থী রুনা বেগম ও রোপন হোসেন এই কর্মসূচিতে স্বেচাছাসেবকের দায়িত্ব পালন করছেন। তারা বলেন, এধরণের কর্মসূচিতে অংশ নিতে পারাটাও গর্বের। ইউনিয়নের প্রায় সব মানুষের রক্তের গ্রুপ পর্যায়ক্রমে বিনামূল্যে নির্ণয় করা হবে। এধরণের কাজে অংশ গ্রহণ করতে পেরে আমরা খুশি।
সুন্দর এই আয়োজন করতে পেরে খুশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়া। সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিলেটের অনেক নার্সিং কলেজের শিক্ষার্থীরা এখানে সেবা দিচ্ছেন। তারা এ বিষয়ে প্রশিক্ষিত। আমাদের এই উদ্যোগে তারা শামিল হওয়ায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। অনেকে এই উদ্যোগ স্বাগত জানিয়েছেন, সহযোগিতা করেছেন। দরগাপাশা গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী সায়ান রশিদ চৌধুরীও আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমরা ৫ ধাপে ইউনিয়নের প্রায় ৩০ হাজার নাগরিকের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করার চেষ্টা করবো। সকল বিত্তবান, ধনাঢ্য মানুষের সহযোগিতা কামনা করি।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়