গ্রামীণ অর্থনীতিতে হাঁস পালন নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলের তরুণরা পুকুর, হাওর আর ডোবার পানিকে কাজে লাগিয়ে হাঁস পালনে ঝুঁকছেন। এতে যেমন কর্মসংস্থান তৈরি হচ্ছে, তেমনি ডিম ও মাংস বিক্রি করে তারা হচ্ছেন স্বাবলম্বী। অল্প খরচে শুরু করা যায় এই খামার, আর প্রতিদিনের আয়েই বদলে যাচ্ছে অনেক যুবকের জীবনচিত্র।
সম্প্রতি সিলেটের জিলকরকান্দি হাওরপাড় থেকে এসব ছবি তুলেছেন আলোকচিত্রী শেখ আশরাফুল আলম নাসির।